Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে প্রতিপক্ষের হামলায় ২ ভাই নিহত

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ২২:১৭

জামালপুর: জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান শেখ (৪০) ও সোলায়মান হোসেন শেখ (৩৭) নামে আপন দুইভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের সওদাগর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাবিবুরের ছেলে ফকরুল ওই গ্রামের ইউনুসের ছেলে ইমরানের কাছে দুই হাজার টাকা পাওনা ছিলেন। ঘটনার দিন ফকরুলসহ কয়েকজন পাওনা টাকা চাইতে ইমরানের কাছে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে হাবিবুর রহমান ও সোলায়মান হোসেন সেখানে যান।

এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে প্রতিপক্ষ ইমরানের লোকজন দেশীয় অস্ত্র (ফালা) দিয়ে হাবিবুর ও সোলায়মানের বুকে ও পেটে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে ।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে ১০ জনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এএম

জামালপুর ডাবল মার্ডার হত্যা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর