Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দ্রুতই ডলারের মার্কেট স্থিতিশীল হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ২১:৩০

ঢাকা: দ্রুত সময়ের মধ্যে ডলারের মার্কেট স্থিতিশীল হবে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

তিনি বলেন, বাফেদা ও এবিবিকে ডলার মার্কেট খুব দ্রুত স্থিতিশীল করার নির্দেশ দেওয়া হয়েছে। এবিবি ও বাফেদা কথা দিয়েছে, দ্রুত সময়ের মধ্যে ডলারের মার্কেট স্থিতিশীল হবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে যেসব নির্দেশনা দিয়েছে, তার মধ্যে রয়েছে ব্যাংকগুলোকে তাদের রফতানি বিল দ্রুত দেশে এনে নগদায়ন করতে হবে এবং নিজেদের মধ্যে আন্তঃব্যাংক লেনদেন কার্যকর করা।

বিজ্ঞাপন

রোববার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আহমেদ জামাল, এ কে এম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাছের, বিএফআইইউয়ের প্রধান মাসুদ বিশ্বাস, এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসাইন, বাফেদার চেয়ারম্যান আতাউর রহমান প্রধান ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

সিরাজুল ইসলাম বলেন, ‘ব্যাংকগুলো যে দরে ডলার কিনবে, তার সঙ্গে বিক্রয় মূল্যের একটি সিলিং করতে হবে। সব ব্যাংক এটি ফলো করবে বলে তারা জানিয়েছে।’

তিনি বলেন, আগস্ট মাসের প্রথম ১১ দিনে ১ বিলিয়ন কম এলসি (ঋণপত্র) খোলা হয়েছে। এই অল্প সময়ের মধ্যে বিলাসপণ্য আমদানি বন্ধ করতে পেরেছি। ফলে এই পদক্ষেপের কারণে অসামাঞ্জস্যতা কমে আসবে। আমদানি কমাতে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা ছিল, তা কার্যকর হচ্ছে। এরই মধ্যে ৩১ শতাংশ আমদানি কমেছে। আগামী দুয়েক মাসের মধ্যে ডলারের বাজার পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এদিকে বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তি জানিয়েছেন, আজকের সভায় ডলারের বাজার নিয়ন্ত্রণে এবার আন্তর্জাতিক বাণিজ্যে ডলার কেনা-বেচায় দামের ব্যবধান (স্প্রেড) সর্বোচ্চ কত হতে পারবে, তা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে দরে ডলার কেনা হবে, বিক্রির দাম হবে তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ডলারের মূল্য ৯৫ টাকা বেঁধে দিলেও সম্প্রতি খোলা বাজারে তা রেকর্ড পরিমাণ ১২০ টাকায় ওঠে। শুধু তাই নয় বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত ব্যাংকগুলোও পরিপালন করেনি। ফলে ছয়টি ব্যাংকের বিরুদ্ধে ডলার নিয়ে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর এসব ব্যাংকের ট্রেজারি প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে কার্ব মার্কেটে ডলারের উত্তাপ কিছুটা কমেছে। চাহিদা কমায় রোববার ১২০ টাকা থেকে নেমে এসেছে ১১৪ টাকায়।

সারাবাংলা/জিএস/এএম

টপ নিউজ ডলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর