Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ মিউচ্যুয়াল ফান্ডের ২০৭ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ২০:৫২

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দশটিসহ মোট ১১ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত ৩০ জুন ২০২২ সমাপ্ত বছর শেষে ইউনিট হোল্ডারদের জন্য ৬ থেকে ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলোর ট্রাস্টি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৪ আগস্ট) রেস ম্যানেজেমেন্টের পরিচালিত ফান্ডগুলোর ট্রাস্টি এ লভ্যাংশ ঘোষণা করেছে। এসব ফান্ড সর্বনিম্ন ৬ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে ফান্ডগুলোর ইউনিটধারীরা সম্মিলিতভাবে ২০৭ কোটি ৩৩ লাখ টাকা পাবেন।

বিজ্ঞাপন

এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা পাবেন ২০২ কোটি ৩৮ লাখ টাকা।

জানা গেছে, প্রতিটি মিউচুয়াল ফান্ডের ইউনিট মূল্য ১০ টাকা ধরে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তবে বর্তমানে প্রতিটি মিউচুয়াল ফান্ডের দাম ১০ টাকার বেশ নিচে রয়েছে। ফলে ফান্ডগুলোর ইউনিটধারীরা প্রকৃত লভ্যাংশ (ডিভিডেন্ড ইল্ড) পাবেন শতাংশের ঘোষিত লভ্যাংশের থেকে বেশি হারে।

এ বছর রেস ম্যানেজমেন্ট পরিচালিত অতালিকাভূক্ত রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ড সাড়ে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত রেস’র ১০ মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে এবার সব থেকে বেশি লভ্যাংশ দেবে ইবিএল এনআরবি। এ ফান্ডটি ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির বর্তমান দাম ৭ টাকা ৪০ পয়সা। ফলে ডিভিডেন্ড ইল্ড হবে ১৪.৮৬ শতাংশ। গত বছর ফান্ডটি থেকে বিনিয়োগকারীরা ৬ শতাংশ নগদ লভ্যাংশ পান।

এবার সব থেকে কম লভ্যাংশ ঘোষণা করেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড। এ ফান্ডটি ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বর্তমানে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ৫ টাকা ২০ পয়সা। অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড ১১.৫৪ শতাংশ। গত বছর ফান্ডটি ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

মিউচ্যুয়াল ফান্ড লভ্যাংশ ঘোষণা