Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলন করুক, যেন গ্রেফতার করা না হয়: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ১৬:৩৩ | আপডেট: ১৪ আগস্ট ২০২২ ১৮:০১

ঢাকা: বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সরকার বিরোধী আন্দোলনে বাধা না দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের আট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের গত জাতীয় সম্মেলন অনুষ্ঠিতের পর এই প্রথম দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে একান্তে বৈঠক করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এ সময় আট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। নেতারা হলেন আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সাখাওয়াত হোসেন শফিক।

টানা মেয়াদে থাকা সরকার সরকারপ্রধান শেখ হাসিনা দলের নেতাদের অবহিত করে বলেন, ‘আমি আজকেও নির্দেশ দিয়েছি, তারা আন্দোলন করতে চায় করুক। খবরদার কাউকে যেন অ্যারেস্ট করা না হয়। প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও করবে আমি বলেছি হ্যাঁ আসতে দাও। আমি বলে দিয়েছি খবরদার কাউকে যেন গ্রেফতার করা না হয়, কোন ডিস্ট্রাব করা না হয়। তারা আন্দোলন করতে চায় করুক অসুবিধা কী?’

আমরা যে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছি দেশের কাজ করতে দেশের মানুষ তো সেটি জানে বলে মনে করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর