Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুইস রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক নয়: বিএফআইইউ ও দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ১৬:০৩

ফাইল ছবি

ঢাকা: সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ জমাকারী বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য চাওয়া হয়নি বলে দেশটির রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয় বলে জানিয়েছে দুদক ও বিএফআইইউ। এ বিষয়ে পরবর্তী শুনানির আগামী ২১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৪ আগস্ট) সুইস ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের অর্থ রাখার বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবী এ সব কথা বলেন।

এ দিন আদালতে দুদকের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউর) বক্তব্য তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

শুনানিকালে আদালত বলেন, ‘জানতে চাওয়া হয়েছিল, অর্থ জমাকারীদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল কি না। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে জানতে চাওয়া হয়। দুদক-রাষ্ট্রপক্ষ যে তথ্য ও বক্তব্য দিয়েছে, তা তার (রাষ্ট্রদূত) বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।’

গত ১০ আগস্ট ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসাসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত আলোচনায় অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বলেন, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থ রাখার বিষয়ে নির্দিষ্ট করে বাংলাদেশ সরকার কোনো তথ্য চায়‌নি বলে জানিয়েছেন।

রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বলেন, ‘তথ্য পেতে হলে কী করতে হবে, সে সম্পর্কে আমরা সরকারকে জানিয়েছি, কিন্তু নির্দিষ্ট কোনো তথ্যের জন্য আমাদের কাছে অনুরোধ করা হয়নি। আমরা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। দুই পক্ষের সম্মতির ভিত্তিতে এ ধরনের তথ্য আদান-প্রদান করা সম্ভব এবং সেটি তৈরি করতে হবে। এটি নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করছি।’

বিজ্ঞাপন

এরপর আজ এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে আদালত স্বপ্রণোদিত হয়ে সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ রাখা বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছিল কি না, তা জানতে চান। এবং এ বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করে দেন।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ সুইজারল্যান্ড সুইস রাষ্ট্রদূত