Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি চাকরিজীবীদের নির্বাচনে প্রার্থিতা নিয়ে রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ১৭:০৫

ঢাকা: সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের তিন বছরের আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না- এই মর্মে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিলেন আবদুল হাই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

বিজ্ঞাপন

পরে আইনজীবী আবদুল হাই জানান, জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্যতা নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) (চ) চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে আদালত রিটটি খারিজ করে দেন।

এর আগে গত ৪ আগস্ট গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) (চ) চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী নুরুল কাদের সোহেল।

রিটে মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, সংসদ সচিব, আইন সচিব, রাষ্ট্রপতি সচিব, সব বিভাগের কমিশনারসহ ডিসিদের বিবাদী করা হয়।

জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রার্থিতা হওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন যে কারণে: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) (চ) ধারায় বলা হয়েছে- প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোন চাকুরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গমন করেছেন এবং উক্ত পদত্যাগ বা অবসর গমনের পর তিন বৎসর অতিবাহিত না হয়ে থাকে।

সারাবাংলা/কেআইএফ/এএম

টপ নিউজ সরকারি চাকরিজীবী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর