লাগেজে মিলল দুইখণ্ড মরদেহ
১৬ ডিসেম্বর ২০১৭ ১৩:২১ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৫০
স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর পুরান ঢাকার সুত্রাপুর সাইকেল মাঠ থেকে এক ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন সারাবাংলাকে জানান, সুত্রাপুর সাইকেল মাঠের উত্তর পাশে লাগেজের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক (৪০) বছর। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা তাকে অন্য কোথাও হত্যা করেছে। এরপর মরদেহটি লাগেজে ভরে গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে গেছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন:
* কল্যাণপুরে লাগেজের ভেতরে টুকরো মরদেহ
সারাবাংলা/ এসএস/ এমএইচটি/একে/এটি