Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের সাবেক নেতাদের বুয়েট ত্যাগ

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ২২:১৯ | আপডেট: ১৪ আগস্ট ২০২২ ১১:১৪

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগের ব্যানারে শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছিল বুয়েট ছাত্রলীগের সত্তর ও আশির দশকের নেতারা। তৎক্ষণাৎ বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে অন্তত পাঁচশ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘ছাত্রলীগ খুনি’ বলে স্লোগান দেওয়া শুরু করলে সাবেক নেতারা ক্যাম্পাস থেকে বের হয়ে যান।

বিজ্ঞাপন

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শনিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ক্যাফেটেরিয়ার সেমিনারে বুয়েটের সাবেক নেতাদের ব্যানারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই ক্যাফেটেরিয়ার সামনে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এ সময় শিক্ষার্থীদের ‘ছাত্র রাজনীতির ঠিকানা, এই বুয়েটে হবে না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ প্রভৃতি লেখাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

বিজ্ঞাপন

এক পর্যায়ে ছাত্রলীগের সাবেক নেতারা ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে এলে ‘ছাত্র লীগের ঠিকানা এই বুয়েটে হবে না’ বলে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় বুয়েট ছাত্রলীগের সাবেক এক নেতা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করতে এসেছি।’

জবাবে শিক্ষার্থীদের মধ্য থেকে একজন বলেন, ‘শোক দিবস পালন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি ব্যানারে ছাত্রলীগ শব্দ ব্যবহারে।’ সাবেক ওই নেতা অনুষ্ঠানে বর্তমান ছাত্র লীগের কেউ ছিল না জানালে শিক্ষার্থীরা বলেন, ‘সাবেক ছাত্রলীগই আবরার ভাইকে হত্যা করেছে। আপনারাই আবরার ভাইকে হত্যা করেছেন।’

শিক্ষার্থীরা তখন ‘ছাত্রলীগ খুনি’ বলে স্লোগান দেওয়া শুরু করলে সাবেক নেতারা ক্যাম্পাস ত্যাগ করেন।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ছাত্রলীগ খুনি টপ নিউজ বুয়েট স্লোগান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর