Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন দিন পর মারা গেলেন হাতুড়ি পেটার শিকার প্রতিবন্ধী, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ২২:১৪

নড়াইল: নড়াইলে প্রতিবন্ধী জুয়েল ভূঁইয়া (১৮) মাথায় হাতুড়িপেটার ৩ দিন পর মারা গেলেন। সে খুলনা ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মারা যায়। সে সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের পান্নু ভূঁইয়ার ছেলে।

এ ঘটনায় জুয়েলের চাচা মান্নান ভূঁইয়া বাদি হয়ে ৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িত আতিয়ার সিকদারসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

জুয়েলের চাচাতো ভাই আল আমিন জানান, কর্মচন্দ্রপুর গ্রামে সিকদার ও ভূঁইয়া বংশের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। শারীরিক প্রতিবন্ধী জুয়েল বাড়ির পাশের বাজারে একটি দোকানের কর্মচারি হিসেবে কাজ করতো। সোমবার (৯ আগস্ট) সকালে কর্মচন্দ্রপুর গ্রামের ইয়াসিন, ফিরোজ, হাফেজসহ ৬ জন তাকে হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। ঘটনার পর তার আর জ্ঞান ফেরেনি। শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সদর থানার ওসি (চলতি দায়িত্বে) মো. মাহমুদুর রহমান জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে পরে কথা বলবেন।

সারাবাংলা/এমও

নড়াইল প্রতিবন্ধী হাতুড়ি পেটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর