Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ২০:২৩

ফরিদপুর: জেলার মধুখালী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. সাইম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলটির চালক রাহিল (১৩) আহত হয়েছেন।

শনিবার (১৩ আগস্ট) বিকালে উপজেলার আমডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকালে উপজেলার আমডাঙ্গা এলাকায় তারা মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সাইম।

নিহত সাইম মধুখালী উপজেলার মিটাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলীর ছেলে বলেও জানিয়েছেন ওসি মো. শহিদুল ইসলাম।

সারাবাংলা/এনএস

ফরিদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর