Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ১৯:৪৭

গাজীপুর: মহানগরীর পূবাইল থানার মাজুখান এলাকায় ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরের আজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন নাজমুল হুদা সাহেদ (১৯)। তিনি গাজীপুর জেলার পূবাইল থানাধীন মাজুখান উত্তরপাড়া এলাকার আলামিন মোল্লার ছেলে।

মামলাসূত্রে জানা যায়, গত ২৯ মে কলেজছাত্রীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে দশম শ্রেণির এক ছাত্র। পরে ভুক্তভোগী কলেজছাত্রী বিয়ের জন্য প্রস্তাব দিলে ছেলে সাহেদ বিয়ের প্রস্তাবে অসম্মতি জানায়। এ ঘটনায় রোববার (৭ আগস্ট) কলেজছাত্রীর বাবা বাদী হয়ে পূবাইল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গত ৭ আগস্ট পুবাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা। সেই পরিপ্রেক্ষিতে র‍্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামী সাহেদ উত্তরাতে অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

সারাবাংলা/এমও

গ্রেফতার ধর্ষণ মামলা পলাতক আসামি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর