Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগৈলঝাড়ায় ২০ হাজার মিটার ‘চায়না দুয়ারি’ জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ১৭:৪০

বরিশাল: দেশি প্রজাতির মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল ও অবৈধ চাঁই ও গড়া জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে দিনব্যাপী উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড়, টেংরাবাড়ির কয়েকটি বিলে এ অভিযান চালানো হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ ২০ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। সেইসঙ্গে বেশ কিছু নিষিদ্ধ চাঁই ও গড়া জব্দ করা হয়। পরে এগুলো উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে নষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন জানান, দেশিয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমও

অভিযান আগৈলঝাড়া জাল জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর