মতিঝিলে ১৮তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ১৭:০০
১৩ আগস্ট ২০২২ ১৭:০০
ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১৮তলা থেকে পড়ে শিপন (২২) নামে এক যুবক মারা গেছেন বলে জানা গেছে।
শনিবার (১৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে মতিঝিল মেঘনা লাইফ ইন্সুরেন্সে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে চারটার দিকে মৃত ঘোষণা করেন।
শিপন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামের মো. ইউসুফের ছেলে। তিনি ওই ভবনেই থাকতেন।
মতিঝিল থানার এসআই সৈয়দ আলী জানান, শিপন এলুমিনিয়ামের কাজ করতেন। দুপুরে ১৮তলার বাইরের দিকে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে সংবাদ পেয়ে পুলিশ ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এএম