তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে ঢামেক ইন্টার্ন চিকিৎসকরা
১৩ আগস্ট ২০২২ ১৬:২২
ঢাকা: তৃতীয় দিনের মতো চলছে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। কেন্দ্রীয় শহিদ মিনারে ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসাইনকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। এতে নিয়মিত চিকিৎসকদের ওপর পড়ছে বাড়তি চাপ।
এদিকে শনিবার (১৩ আগস্ট) দুপুরে ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নেতাদের সঙ্গে ঢামেক পরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী বলেন, বৈঠকে পরিচালক বলেছেন খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, যারা আমাদের সহকর্মী ডা. সাজ্জাদের ওপর হামলা করেছে, তাদের আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি চলবে। শিগগিরই পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবো। তবে অভিযুক্তদের না ধরা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাব।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আজকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। অতি শিগগিরই আমরা অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারব।
পরিচালক জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমরা এটা সমাধানের দ্বারপ্রান্তে চলে এসেছি। থানা পুলিশ জানিয়েছে কয়েকজনকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিগগিরই মূল আসামিরা ধরা পড়বে।
সারাবাংলা/এসএসআর/এএম