Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উনার ‘চিটনাই’ বেড়ে গেছে— পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ১৫:৩৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২২ ১৬:৩৪

ঢাকা: ‘বিশ্বের অন্য দেশের তুলনায় আমরা সুখে আছি, বেহেশতে আছি’— পররাষ্ট্রমন্ত্রীর এমন উক্তির প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উনার চিটনাই বেড়ে গেছে।’

শনিবার (১৩ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ যখন প্রতি মুহূর্তে ভোগান্তিতে পড়ছে, কষ্ট করছে, হিমশিম খাচ্ছে এবং জীবন দুর্বিষহ হচ্ছে, সেই সময় পররাষ্ট্রমন্ত্রী বললেন যে, বেহেশতে আছে।’

‘আমি দুঃখিত ব্যক্তিগত পর্যায়ে কথা বলছি। ইদানিংকালে উনার (পররাষ্ট্র মন্ত্রী) যে চেহারা, সেই চেহারার মধ্যে যেটা ফুটে উঠেছেন যে, স্ফিত হয়েছেন এবং বেশির ভাগ মন্ত্রীদের যেটা হয়েছে যে- সকলেরই আমাদের দেশি ভাষায় বলি, সরি যে একটা হালকা কথা বলব, ‘চিটনাই বেড়ে গেছে’। তার কারণটা হচ্ছে প্রচুর লুটপাট হচ্ছে। সেই লুটপাটের কারণে তারা জনগণের সঙ্গে পরিহাস, তামাশা শুরু করেছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জন দুর্ভোগের সময় পররাষ্ট্র মন্ত্রীর এমন বক্তব্য প্রদানের অধিকার নেই মন্তব্য করে তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় এর আগেও এমন সব উক্তি করেছেন, যে উক্তিগুলোতে দেশের মানুষ কিছুটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উনার এরকম পরিহাস করার কোনো অধিকার নেই।’

এর আগে, শনিবার (১২ আগস্ট) সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘বিশ্বের অন্য দেশের তুলনায় আমরা সুখে আাছি, বেহেশতে আছি। করোনার পর যুদ্ধে সারাবিশ্বে মন্দাভাব আসছে। যুদ্ধের ফলে স্যাংশনের মুখে পড়তে হয়েছে। সাপ্লাই চেঞ্জে ব্যাঘাত হচ্ছে। যার ফলে বিভিন্ন দেশে মন্দা এসেছে। আমরা সেদিক থেকে অত্যন্ত ভালো অবস্থানে আছি।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/একে

চিটনাই বাংলাদেশ বেহেশত মির্জা ফখরুল

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর