ওটিটি নিয়ে দুই মন্ত্রণালয় একসঙ্গেই কাজ করবে: মোস্তাফা জব্বার
১৩ আগস্ট ২০২২ ১৫:১০ | আপডেট: ১৩ আগস্ট ২০২২ ১৭:৪০
ঢাকা: ওটিটি প্ল্যাটফর্ম (ওভার দ্য টপ) নিয়ে তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দুটিকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার (১৩ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এফবিসিসিআই আয়োজিত [রেগুলেশন অব ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এন্ড ওটিটি প্ল্যাটফর্ম: দ্যা নিড টু স্ট্রাইক দ্যা ব্যালেন্স’ শীর্ষক এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দুই মন্ত্রণালয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। টেলিভিশনের স্পেকট্রাম নিতে হয় আমাদের কাছ থেকে। এখন আমাদের নিজস্ব স্যাটেলাইট রয়েছে, তা দিয়েই দেশের টেলিভিশনগুলো সম্প্রচার কাজ চালাচ্ছে। অতএব দুই মন্ত্রণালয়কে একসঙ্গেই কাজ করতে হবে।
জব্বার আরও বলেন, গাইডলাইন অথবা বিধিমালা যেটাই করি, আমরা কনসালটেশন করছি, এই গাইডলাইন দিয়ে ফেসবুক-ইউটিউবের সঙ্গে কনসালনটেশন করছি।
কপিরাইট প্রসঙ্গে মন্ত্রী বলেন, আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েট করেন, তখন কি কপিরাইট নিবন্ধন করেন? জমি কিনবেন, নিবন্ধন করবেন না? বলবেন নিবন্ধন নেওয়া কঠিন। কিন্তু আসলে তা নয়। চাইলে সহজেই রাইট নেওয়া সম্ভব।
কপিরাইট, পেটেন্ট, কন্টেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কের নিবন্ধন প্রক্রিয়ার জন্য একটিই অফিস থাকা প্রয়োজন বলে মত দেন মন্ত্রী। তিনি বলেন, ফেসবুক ও ইউটিউব এসে কপিরাইট সংরক্ষণ করে দিয়ে যাবে না। কপিরাইট নিজেদেরই রক্ষা করতে হবে।
আলোচনায় বক্তারা বলেন, এক ওটিটি প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আইনের খসড়া তৈরি করছে। এতে কোন মন্ত্রণালয় কোন অংশ নিয়ন্ত্রণ করবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আবার ওটিটি, আইপি টিভি ও ভ্যাস এর মধ্যে স্পষ্ট পার্থক্য সরকার এখনো নির্ধারণ করেনি, তা করতে হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, এফবিসিসিআইর পরিচালক সৈয়দ আলমাস কবীর, বিটিআরসির মহাপরিচালক (সিস্টেম এন্ড সার্ভিসেস) বিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, মেটার বাংলাদেশ হেড অব পাবলিক পলিসি সাবনাজ রাশিদ দিয়া, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, বঙ্গবিডির পরিচালক নাভিদুল হক প্রমুখ।
সারাবাংলা/ইএইচটি/আইই