Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআরটিসি’র সেই বাস চালক কারাগারে


২৩ এপ্রিল ২০১৮ ২০:৪০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বনানী দুর্ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার বিআরটিসি’র বাস চালক শফিকুল ইসলাম মুন্নাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম এই আদেশ দেন। একইসঙ্গে মঙ্গলবার শফিকুল ইসলামের জামিন শুনানির দিন ঠিক করেন।

এক দিনের রিমান্ড শেষে শফিকুল ইসলামকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। এদিন তিনি বাস চালককে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামির আইনজীবী বিশ্বনাথ ঘোষ শফিকুলের পক্ষে জামিনের আবেদন করেন।

গত ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩ বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। রোজিনা পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রোজিনা গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইসতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। এই ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেন।

‘রোজিনা আমার ছেলের কাজ করতো’
এবার বাসচাপায় পা হারালেন এক গৃহকর্মী
প্রতিদিন সড়ক দুর্ঘটনায় পঙ্গু হচ্ছে ১৫০ জন!
নিরাপদ সড়কের জন্য দরকার আইনের কঠোর প্রয়োগ

সারাবাংলা/এআই/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

পা বিচ্ছিন্ন বনানী দুর্ঘটনা রোজিনা আক্তার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর