ভেড়ামারায় ফিলিং স্টেশনে আগুনে নিহত ২
১২ আগস্ট ২০২২ ২২:৩৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২২ ১১:৫৯
কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১২ আগস্ট) রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিশাডরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি বলেন, ‘তেলবাহী ট্যাংকার থেকে জ্বলানি তেল আনলোড করার সময় অসাবধানতায় আগুন ধরে যায়। এতে অগ্নিদদ্ধ হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও এক শ্রমিক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে লরি থেকে পেট্রোল আনলোড করার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। বিষয়টি ভেড়ামারা ফায়ার স্টেশনকে জানানো হলে ফায়ার স্টেশনের কর্মীরা দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই ফিলিং স্টেশনের কর্মরত দুইজন কর্মচারী গুরুতর দগ্ধ হন। দগ্ধ দু’জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়ার ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক জানে আলম বলেন, ‘আগুন নিয়ন্ত্রনে নেওয়া হয়েছে। রাত ৯টার দিকেও তারা সেখানে অবস্থান করছেন বলে জানান। এ ছাড়াও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে তাদের সহযোগিতা করেছে।’
তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে খতিয়ে দেখছে তারা।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সারাবাংলা/একে