Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র গ্রেফতার

খুবি করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২২ ২২:১৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২২ ১০:৫৬

খুবি: তরুণীকে ধর্ষণের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম জুয়েল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ধর্ষণের শিকার নারী তার বিরুদ্ধে মামলা করলে বৃহস্পতিবার রাতে হরিণটানা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এদিকে ধর্ষণের শিকার ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে বলে জানিয়েছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

শুক্রবার (১২ আগস্ট) রাতে হরিণটানা থানার ওসি এমদাদুল হক জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল হোসেন হরিণটানা থানার ইসলামনগর এলাকার কবীর মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সে এক তরুণীকে বাসায় কাজের জন্য ডেকে নিয়ে আসে এবং ধর্ষণ করে।

পরে ওই তরুণী বাদি হয়ে বিকেলে হরিণটানা থানায় মামলা দায়ের করেন। এরপর রাতে পুলিশ ওই শিক্ষার্থীকে গ্রেফতার করে বলে জানান তিনি।

সারাবাংলা/এমও

আইনের ছাত্র খুলনা বিশ্ববিদ্যালয় টপ নিউজ ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর