Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় ছাত্রশিবিরের ২ নেতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২২ ২১:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) সকালে নগরীর ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার দুজন হলেন ছাত্রশিবিরের উত্তর পতেঙ্গা ওয়ার্ডের সভাপতি আরিফ আলী মুরাদ (২২) এবং সাথী পর্যায়ের সদস্য শাহরিয়ার ইয়াছিন (৩৩)।

নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার একেএম মহিউদ্দিন সেলিম সারাবাংলাকে জানান, উভয়ের বিরুদ্ধে ২০২১ সালের ফেব্রুয়ারিতে নগরীতে সংঘটিত নাশকতার ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজিরের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আরডি/একে

ছাত্রশিবির নাশকতার মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর