‘শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন চিন্তা করছি’
১২ আগস্ট ২০২২ ১৭:৫০ | আপডেট: ১২ আগস্ট ২০২২ ২১:৪৪
ঢাকা: চলমান সংকট নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুইদিন করার বিষয় ভেবে দেখছি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত রয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
মন্ত্রী বলেন, ‘তবে আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন হবে।’
১২ আগস্ট (শুক্রবার) রাজধানীর তেজগাঁও পলিটেকনিক শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন ও সেমিনারে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
এ সময় করোনায় শিক্ষার্থীদের শিখনে কোনো ধরনের ঘাটতি হয়নি বলেও মন্তব্য করে তিনি বলেন, ‘গবেষণার ফল বলছে করোনায় আমাদের শিক্ষার্থীদের ঘাটতি ঘটেনি। বরং এটি শাপে বর হয়েছে। শিক্ষার্থীদের স্বশিক্ষকের দক্ষতা তৈরি হয়েছে। করোনায় তারা নিজেরা শিখতে শিখেছে।’
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সক্ষমতা হিসাব না করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির একটা প্রবণতা আছে জানিয়ে তিনি বলেন, ‘এগুলো বন্ধ করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানেই, এই প্রবণতা আছে। ঢাকা শহরের সবচেয়ে নামি প্রতিষ্ঠানে প্রতি শ্রেণিতে শিক্ষার্থী আছে ৬৬ জন তারা সেটি ৭৫ জনে উন্নীত করতে চায়। আমি বলেছি বাড়ানো তো হবেই না বরং কমাতে হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষা গ্রহণ করে কেউ বেকার থাকে না। তাই কারিগরি শিক্ষাকে মর্যাদাপূর্ণ করতে হবে। কারিগরি শিক্ষা নিয়ে মানুষের মনোজগতে যে বিভ্রান্তি আছে, সেটি দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
সারাবাংলা/একে