Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ছাড়াই আ’লীগ ক্ষমতায় বসতে চায়: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২২ ১৫:৪১ | আপডেট: ১২ আগস্ট ২০২২ ২০:০৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সারাবাংলা

ঢাকা: আওয়ামী লীগ কোনো ধরনের নির্বাচন ছাড়াই আবারও ক্ষমতায় বসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। দেশের সাধারণ মানুষ সেটা করতে দেবে না বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১২ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, ‘এই সরকার সব জায়গায় চুরি করছে। তারা দিন দুপুরে ডাকাতি করছে। বর্গীদের মতো ডাকাতি ও হামলা চালাচ্ছে। পাকিস্তানি হানাদার বাহিনীর মতো মানুষের ওপর হামলা করছে। নির্বাচন ছাড়াই আওয়ামী লীগ ক্ষমতায় বসতে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। দেশের সাধারণ মানুষ সেটা করতে দেবে না। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে দেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ক্ষমতায় থাকার জন্য তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ২০১৪ সালে তারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে, ২০১৮ সালে বিনা ভোটে সরকার প্রতিষ্ঠা করেছে। তারা পায়তারা করে আবারও এমন একটি নির্বাচন করে ক্ষমতায় বসতে চায়। মনে রাখবেন, দেশের মানুষ এখন সব জানে বোঝে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ইভিএম ছাড়া জয়ী হতে পারবে না। তাই তারা বলেছেন এটা তাদের চেতনার সঙ্গে জড়িত। ইভিএম একটি জালিয়াতির যন্ত্র। আপনারা ভোট দেবেন ধানের শীষে, ভোট পড়বে নৌকায়। দিন-দুপুরে তারা ইভিএম দিয়ে জালিয়াতি করেছে। আগের নির্বাচনগুলো আপনারা দেখেছেন। দেশবাসী জানে তারা কেন ইভিএমে ভোট করতে চায়। সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। ব্যাংকগুলো খালি করে দিচ্ছে। কিছুদিন আগে দেশকে সিঙ্গাপুর বলত, আর এখন দেশের রিজার্ভ তলানিতে।’

বিজ্ঞাপন

সবকিছুর দাম উর্ধ্বগতি জানিয়ে ফখরুল বলেন, ‘বেশি দামে তেল বিক্রি করে পেট্রোলিয়াম কোম্পানি টাকা মজুদ করেছে। আর বলেছে আমরা সমন্বয় করব। এখন বিশ্ব বাজারে তেলের দাম কমছে কিন্তু দেশে বাড়ছে। কই এখন সমন্বয় করছেন না কেন? দেশের সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে সংসার চালাতে। মুখে বড় বড় কথা বলে তারা দেশকে ধ্বংস করছে। এখন আমাদের সবাইকে এক হতে হবে। এই সরকারের বিরুদ্ধে একতাবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। এভাবে একটি দেশ চলতে পারে না। ভোট বিহীন সরকার দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আমরা ধিক্কার জানাই।’

বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, কামালউদ্দিন সবুজ, এবিএম আবদুল্লাহ, অধ্যক্ষ সেলিম ভূইয়া, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. তাজ মেরী, ড. মাহবুব উল্লাহসহ প্রমুখ।

সারাবাংলা/এসজে/এনএস

টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর