Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২২ ১৫:৩১

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় চালককে ছুরিকাঘাতে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়েছে গেছেন ছিনতাইকারীরা। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১২ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের পাশে চাঁনমারী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের ২০০ গজ দূরে চাঁনমারী এলাকায় শুক্রবার ভোরে ওই চালককে একাধিক ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সারাবাংলা/এনএস

অটোরিকশা ছিনতাই নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর