Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেকৃবি ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার

শেকৃবি করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২২ ০৯:২৭ | আপডেট: ১২ আগস্ট ২০২২ ১৪:৩১

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের ডাইনিংয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকায় কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কবি কাজী নজরুল ইসলাম হল সভাপতি এস এম সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইনকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এছাড়া কাজী নজরুল ইসলাম হলের এক সহকারী প্রভোস্টকে লাঞ্ছিত করায় সভাপতি সজীব হোসাইনকে শোকজ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৩১ জুলাই বিতর্কিতদের নিয়ে এই দুই নেতা পূর্ণাঙ্গ হল কমিটি করায় শুরু হয় তীব্র সমালোচনা।

শেকৃবি ছাত্রলীগের দফতর সম্পাদক মেহেদী হাসান নান্নু বহিষ্কারের সত্যতা স্বীকার করে বলেন, শৃঙ্খলা ভঙ্গ করায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

সারাবাংলা/এএম

শেকৃবি ছাত্রলীগ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর