যুবককে খুন করে লাশ রেখে গেল বাড়ির সামনে
১২ আগস্ট ২০২২ ০৮:৩৭ | আপডেট: ১২ আগস্ট ২০২২ ১৪:৩২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক যুবককে কুপিয়ে খুন করে লাশ বাড়ির সামনে ফেলে গেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক আনোয়ারুল আজিমের (৩৩) বাড়ি ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আয়নাওয়ালা মসজিদের পাশে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে খুন করে লাশ ফেলে যাওয়া হয় বাড়ির গেটের সামনে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে জানায়। রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার সারাবাংলাকে বলেন, ‘ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, জায়গা-জমি নিয়ে আনোয়ারুলের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ ছিল। তারাই বাড়ির অদূরে তাকে খুন করেছে। আমরা জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছি।’
সারাবাংলা/আরডি/এনএস