Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় ব্যাটারিচালিক অটোরিকশা উল্টে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ২৩:৩০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মঞ্জু মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় চালকসহ দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ডেমড়া শুন্নাটেংরা এলাকায় ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেহ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে মঞ্জুকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনায় আহতরা হলেন- অটোরিকশা চালক হুমায়ুন কবির সুমন (২৯) ও যাত্রী আলআমিন (৩৫)।

চালক সুমন জানান, তার অটো কোনাবাড়ি থেকে শুন্নাটেংরা এলাকায় চলে। রাতে কোনাবাড়ি থেকে শুন্নাটেংরা এলাকায় যাচ্ছিল। রাস্তায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিল দু’জন। তখন তাদের সাইড দিতে গিয়ে জোরে ব্রেক করলে অটোরিকশাটি উল্টে যায়। এতে সেসহ দুই যাত্রী আহত হয়।

নিহত মঞ্জু মিয়ার ছেলে মো. শাহাদত হোসেন জানায়, তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে ডেমড়া শুন্নাটেংরা এলাকায় থাকে। তার বাবা দিনমজুরের কাজ করতো। কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় নিহত হলেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। আহত দু’জনকে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

অটোরিকশা নিহত ব্যাটারিচালিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর