Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরতাল থেকে পিছু হটল বাম জোট, লক্ষ্য শুধু পিএম কার্যালয় ঘেরাও

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ২২:০৬ | আপডেট: ১১ আগস্ট ২০২২ ২২:১৫

ঢাকা: জ্বালানি তেল ও সারসহ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সমাবেশে পুলিশ ও সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে আগামী ২৫ আগস্ট সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি দিচ্ছে না বাম গণতান্ত্রিক জোট। ১২ আগস্ট (শুক্রবার) তাদের এই কর্মসূচি ঘোষণা করার কথা ছিল।

কিন্তু তারা এই কর্মসূচি থেকে পিছু হটেছে। বরং তারা ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সফলভাবে পালন করার লক্ষ্যে লিফলেট বিলির কর্মসূচির দিকে ঝুঁকে পড়েছে। ১৭ আগস্টের আগে তেলের দাম না কমলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের দিন হরতাল কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

হরতাল কর্মসূচি থেকে পিছু হটার কারণ কি? জানতে চাইলে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আব্দুস সাত্তার বৃহস্পতিবার (১১ আগস্ট) সারাবাংলাকে বলেন, ‘হরতাল কর্মসূচি পরে দেওয়া হবে। এখন আমরা লিফলেট বিলির কর্মসূচি নিয়ে ব্যস্ত।’

এদিকে, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘হরতাল কর্মসূচিটি এই মুহূর্তে ঘেষাণা করলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিটি হালকা হয়ে যায়। এ কারণে এই মুর্হূতে হরতাল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না। আগামী ১৭ আগস্টের মধ্যে তেলের দাম না কমলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের দিন হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

টপ নিউজ বাম গণতান্ত্রিক জোট হরতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর