Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ আগস্ট সারাদেশে বিক্ষোভ কর্মসূচি আওয়ামী লীগের

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ২১:৩৩ | আপডেট: ১১ আগস্ট ২০২২ ২৩:৫৮

ঢাকা: বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগস্ট সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। একইসঙ্গে কর্মসূচির মাধ্যমে বিএনপি ও তাদের সমমনাদের অপপ্রচার ও উসকানির প্রতিবাদ জানাবে দলটি। এই কর্মসূচি সারা দেশের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পালন করা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বৃহস্পতিবার (১১ আগস্ট) এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেছেন,‘খেলা হবে, মোকাবিলা হবে। যার যা কিছু ফ্রি-স্টাইল বাংলাদেশে হতে দেবে না আওয়ামী লীগ।’

কর্মসূচি সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এদিন জরুরি বর্ধিত সভা করে। সভা শেষে দলের সাধারণ সম্পাদক কর্মসূচি ঘোষণা দেন।

কমর্সূচি সফল করার সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

সমসাময়িক পরিস্থিতিতে বিএনপিসহ সরকারবিরোধী জোটগুলোর হুমকি-ধামকির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এভাবে চলতে পারে না। আমরা রাজপথ থেকে ক্ষমতায় এসেছি। তারা যেভাবে হুমকি-ধমকি দিচ্ছে রাজপথ মনে হয় আমরা ভুলে গেছি। আমরাও রাজপথে আছি, অচিরেই রাজপথে আমাদের দেখতে পাবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই মাসে হয়ত আমাদের কিছু কিছু প্রোগ্রাম সেভাবে করতে পারছি না। কারণ এই মাস শোকের মাস। এই মাস আমাদের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ডের স্মৃতিবিজড়িত রক্তাক্ত আগস্ট। তবু আমরা চিন্তা করেছি- এইসব অপপ্রচার, মিথ্যাচার, সাম্প্রদায়িকতা, চক্রান্ত; এই সবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এ সবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, জনগণকে সচেতন করতে হবে।’

বিজ্ঞাপন

সে জন্যই আগামী ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলা দিবসে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এইবার ঐক্যবদ্ধভাবে মহানগর, সহযোগী সংগঠন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমরা সবাই মিলে বিক্ষোভ সমাবেশ করতে চাই। সেই জন্য আমরা আপনাদের আমন্ত্রণ করেছি।’

কর্মসূচির বিস্তারিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১৭ই আগস্ট বিকেল চারটায় আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে মিলিত হবো। সেখানে কিছুক্ষণ সমাবেশ করব। এরপর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউ থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত মিছিল নিয়ে যাব।’

একইসঙ্গে তিনি জানান, এই কর্মসূচি শুধু ঢাকায় না এই কর্মসূচি সারাদেশের জেলা মহানগর থানা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে পালিত হবে।

নেতাকর্মীদের কর্মসূচি সফল করতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, খেলা হবে, মোকাবিলা হবে। যার যা কিছু ফ্রি-স্টাইল বাংলাদেশে আমরা হতে দেব না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জরুরি বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

সারাবাংলা/এনআর/একে

১৭ আগস্ট আওয়ামী লীগ গ্রেনেড হামলা টপ নিউজ বিক্ষোভ কর্মসূচি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর