Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাড়া নিয়ে ঝগড়ার জেরে চালক হত্যা, পলাতক ২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ১৮:৩১

নোয়াখালী: ভাড়ার ১০ টাকা নিয়ে ঝগড়ার জেরে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই আসামিকে গ্রেফতার করেছে। একইসঙ্গে নিহত কিশোর চালক বলরাম মজুমদারের (১৫) চুরি যাওয়া অটোরিকশার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার শ্যামল চন্দ্র দাস (৩২), পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের নারায়ন চন্দ্র দাসের ছেলে। অপর আসামি আবদুল খালেক ওরফে তোতা মিয়া (৫২), উপজেলার সিরাজপুর্ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহবুবুল হক মুন্সি বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলাম। গতকাল বুধবার কোম্পানীগঞ্জ ও সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

এসপি বলেন, ‘আসামিরা চলতি বছরের ৩১ জানুয়ারি রিকশাচালক বলরাম মজুমদারকে বসুরহাট কলেজ রোড থেকে যাত্রী হিসেবে তার অটোরিকশায় ওঠে। পরে বলরামকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। নিহত বলরাম (১৫) উপজেলার চর হাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির লনি গোপালের ছেলে।’

এসপি আরও জানান, আসামি শ্যামল চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদে জানা যায় ভিকটিম বলরাম মজুমদারের সঙ্গে ঘটনার ৪-৫ দিন পূর্বে অটোরিকশার ১০ টাকা ভাড়া নিয়ে ২ আসামির ঝগড়া হয়। সেই ঝগড়াকে কেন্দ্র করে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে আসামি আব্দুল খালেক ওরফে তোতা মিয়ার কাছে ২৭ হাজার টাকায় অটোরিকশা বিক্রয় করা হয়।

সারাবাংলা/এমও

আসামি গ্রেফতার চালক হত্যা ঝগড়া ভাড়া নিয়ে ঝগড়া