Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদোন্নতি পেলেন নোবিপ্রবির ৬০ শিক্ষক

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ১৮:০৯

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিভিন্ন পদে প্রায় ৬০ জন শিক্ষক পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে অধ্যাপক পদে ৪ জন, সহযোগী অধ্যাপক পদে ৩ জন ও সহকারী অধ্যাপক পদে ৫৩ জন শিক্ষক পদোন্নতি পান।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষক ড. আনিসুজ্জামান, ফার্মেসি বিভাগের শিক্ষক ড. জামিউদ্দীন আহমেদ, বাংলা বিভাগের শিক্ষক ড. এমডি মাসুদ রহমান। এছাড়া নোবিপ্রবির ইতিহাসে প্রথম নারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের শিক্ষক ড. নাহিদ আক্তার।

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের শিক্ষক ড.ফাতেহা খানম বাপ্পী, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক অবন্তী বড়ুয়া ও অ্যাপ্লাইড ম্যাথম্যাটিক্স বিভাগের শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন।

এছাড়াও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন প্রায় ৫৩ জন শিক্ষক। যার মধ্যে এ ফার্মেসি বিভাগের ৫ জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২ জন, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের ৩ জন, বাংলা বিভাগের ৫ জন, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২ জন, অর্থনীতি বিভাগের ২ জন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ৩ জন, ব্যবসায় প্রশাসন বিভাগের (বিবিএ) ২ জন, ইংরেজি বিভাগের ৩ জন, মাইক্রোবায়োলজি বিভাগের ৩ জন, অ্যাপ্লাইড ম্যাথম্যাটিক্স বিভাগের ১ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২ জন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ইএসডিএম) ২ জন, এগ্রিকালচার বিভাগের ২ জন, বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়্যার স্টাডিজ (বিএলডব্লিউএস) বিভাগের ১ জন, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের ৩ জন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ১ জন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ৩ জন, শিক্ষা প্রশাসন বিভাগের ২ জন, অ্যাপ্লাইড ক্যামিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ৪ জন, সমাজকর্ম বিভাগের ১ জন ও আইআইটির ১ জন শিক্ষক পদোন্নতি পান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

৬০ শিক্ষক নোবিপ্রবি পদোন্নতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর