রাজধানীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য নিহত
১১ আগস্ট ২০২২ ১৭:১৬
ঢাকা: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ইয়ামিন আহম্মদ (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) মিরপুর পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরের দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত’র মধ্যবর্তী স্থানের রেললাইনে ঘটনাটি ঘটে।
বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ওই পুলিশ সদস্য রেললাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই কামরুল।
সারাবাংলা/এসএসআর/পিটিএম