Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ১৬:৪৪ | আপডেট: ১১ আগস্ট ২০২২ ১৮:৪১

ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিক কারণ জনগণের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যাসহ তুলে ধরার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরাসরি যোগ দেন।

বিজ্ঞাপন

বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমবে কি না? জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এগুলো নিয়ে তো উনারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেনই। তারা আবার ব্যাখ্যা দেবেন। আজ বলে দেওয়া হয়েছে। কারণ এটি টেকনিক্যাল বিষয়।’

তিনি বলেন, ‘স্বল্প পরিসরে আমি ব্যাখ্যা দিলে অনেক প্রশ্ন আসবে, উত্তরও হয়তো দেওয়া যাবে না। এজন্য জ্বালানি মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে। তাদের আবার ব্রিফিং করতে বলা হয়েছে।’

বৈঠকে জ্বালানি তেলের দাম নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতোমধ্যে জ্বালানি মন্ত্রণালয় ও বিপিসির চেয়ারম্যান প্রেসে বিস্তারিত বলেছেন। ওটাই জাস্ট মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।’

সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসবে কি না? জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘এগুলো জ্বালানি মন্ত্রণালয় ব্রিফিংয়ে সব ক্লিয়ার করবে। আজ মূলত তারা পুরো কেবিনেটকে ব্রিফ করেছে। কেবিনেট কোনো মতামত দেয়নি। তারা বলে দিয়েছে, জ্বালানি মন্ত্রণালয় যাতে বিষয়টি পরিষ্কার করে মানুষের সামনে তুলে ধরে।’

বিজ্ঞাপন

সারাবাংরা/এএইচএইচ/পিটিএম

জ্বালানি তেল টপ নিউজ দাম বাড়ানোর ব্যাখা নির্দেশ প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর