ভারতের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৩ সেনা নিহত
১১ আগস্ট ২০২২ ০৯:২৬ | আপডেট: ১১ আগস্ট ২০২২ ১৪:২৪
ভারতের জম্মু ও কাশ্মীরের সেনা ঘাঁটিতে সন্ত্রাসীর হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন। তবে সেনাবাহিনীর পাল্টা গুলিতে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর এনডিটিভি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে প্রদেশটির রাজৌরি জেলার দারহালে সেনা ক্যাম্পে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই সেনা ঘাঁটিতে জোরপূর্বক প্রবেশ করেন ওই দুই সন্ত্রাসী।
সেনাঘাঁটিতে প্রবেশ করার পর ভারী অস্ত্র দিয়ে গুলি চালায়। এর জবাবে ক্যাম্পের সেনারাও পাল্টা গুলি চালায়।
ভারতের সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় আরও পাঁচজন সেনা আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। আর দুইজন সস্ত্রাসীই নিহত হয়েছেন।
এই হামলার পিছনে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা’র হাত রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
জম্মু অঞ্চলের অন্যান্য অংশগুলোর মতো রাজৌরি জেলা সন্ত্রাসী হামলা কমেছে। কিন্তু গত ছয় মাসে জম্মুতে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সম্প্রতি বিজেপি নেতা তালিব হোসেইন শাহকে একজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি লস্কর-ই-তৈবা’র হয়ে কাজ করতেন। তাদের বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তালিব হোসেইন ওই এলাকায় একাধিক সস্ত্রাসী হামলার সঙ্গে জড়িত। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার একদিন আগে দেশটির কেন্দ্রশাসিত অঞ্চলের পুলওয়ামা জেলায় ২৫ কেজি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস (আইইডি) উদ্ধার করেছিল পুলিশ।
সারাবাংলা/এনএস