Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনারকলির বিষয়ে কঠোর অবস্থানে মন্ত্রণালয়, চাকরিচ্যুতির ইঙ্গিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২২ ২১:৩৩ | আপডেট: ১১ আগস্ট ২০২২ ০২:৫৭

ঢাকা: ইন্দোনেশিয়া থেকে ফিরিয়ে আনা বাংলাদেশি কূটনীতিক কাজী আনারকলির বিরুদ্ধে কঠোর অবস্থানে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বাসায় মাদক রাখার অপরাধে দেশের ভাবমূর্তির সঙ্গে জড়িত এ ঘটনাটি নিয়ে মন্ত্রণালয় কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তার বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক শাস্তির কথা জানিয়েছে। ইতোমধ‌্যে ওএসডি হওয়া এই কর্মকর্তার চাকরিচ‌্যুতির ইঙ্গিতও দিয়েছে মন্ত্রণালয়।

বুধবার (১০ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক ও নিজাম উদ্দিন জলিল (জন) অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আনারকলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমাদের দেশের ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত। তার বিষয়ে মন্ত্রণালয়ও কঠোর অবস্থানে। ইতোমধ‌্যে তাকে ওএসডি করা হয়েছে। এছাড়া একটি কমিটি কাজ করছে। ওই কর্মকর্তার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ প্রশাসনিক শাস্তি হতে পারে।’

ফারুক খান বলেন, ‘গত ১০ বছরে বিভিন্ন মিশনের কর্মকর্তা-কর্মচারীরা কী ধরনের অপরাধের সঙ্গে জড়িত হয়েছে; এ পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব‌্যবস্থা নেওয়া হয়েছে- তার তথ‌্য চাওয়া হবে। আমরা ওই তথ‌্য সব মিশনে পাঠানোর সুপারিশ করব।’

বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা রাখার অভিযোগে নাইজেরিয়ান বন্ধুসহ সম্প্রতি ইন্দোনেশিয়ায় আটক হয়েছিলেন বাংলাদেশি কূটনীতিক কাজী আনারকলি। প্রায় ২৪ ঘণ্টা তিনি বন্দি ছিলেন ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ডিটেনশন সেন্টারে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কূটনৈতিক প্রচেষ্টায় বিশেষত ইন্দোনেশিয়া সরকারের বদান্যতায় তিনি মুক্তি পান। পরে তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে ঢাকায় ফেরত আনা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, বৈঠকে প্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানির ক্ষেত্রে অন্যান্য দেশকেও বিকল্প হিসেবে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়। সংসদ সদস্যদের বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তিতে জটিলতা নিয়ে আলোচনা হয় এবং দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

কঠোর অবস্থান কাজী আনারকলি চাকরিচ্যুতি টপ নিউজ পররাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর