Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবপাচার মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২২ ২১:১৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মানব পাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১০ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন মর্জিনা, জেসমিন, টিটু ও সাহাবুদ্দিন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে জেসমিন পলাতক রয়েছেন।

এ ছাড়া মামলায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন জাকির হোসেন, সাগর, আসলাম ও শরীফ।

আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর অপহরণের ঘটনায় আসামিদের গ্রেফতার করা হয়। সেই ঘটনায় পরে মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/একে

মানবপাচার মামলা যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর