Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২২ ২০:২৮

ফাইল ছবি

ঠাকুরগাঁও: জেলা সদরে রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক (৩০) নিহত হয়েছেন। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র। বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের প্লাটফর্মের দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সারোয়ার হোসাইন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঠাকুরগাঁও রোড স্টেশনে পৌঁছালে ট্রেন থামার আগেই তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়েন এক যুবকের মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, যুবকটির পরনে ছিল লাল রঙের সার্ট ও জিন্সের প্যান্ট। নিহত যুবকের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানোর জন্য রেলওয়ে পুলিশ দিনাজপুর ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনএস

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর