Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে পাথর বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২২ ১৭:৫০

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পাথর বোঝাই ট্রাক উল্টে ট্রাকচালক মজনু মিয়া (৩৮) নিহত হয়েছেন। পাথ‌রের নিচে চাপা প‌ড়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা পাথর সরিয়ে নিহত‌ মজনুকে উদ্ধার ক‌রে গোবিন্দগঞ্জ হাইওয়ে পু‌লি‌শের নিকট হন্তান্তর করা হয়। বুধবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামারের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সিভিল ডিফেন্স ইনচার্জ আরিফ আনোয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত মজনু মিয়ার চোখে ঘুম আসায় সম্ভবত হেলপারকে ট্রাকটি চালাতে দিয়ে পাথরের ওপর একটি পাটি বিছিয়ে ঘুমিয়ে পড়েন। ট্রাকটি সাহেবগঞ্জ খামার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে পাথরের নিচে চাপা পড়ে মজনু নিহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।’

সারাবাংলা/এনএস

গোবিন্দগঞ্জ ট্রাক উল্টে চালক নিহত পাথর বোঝাই ট্রাক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর