Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে মাদক মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২২ ১৭:০৪

জয়পুরহাট: জয়পুরহাটে মাদক মামলায় নাজমুল হোসান নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মো. গোলাম সরোয়ার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় প্রায় ৫৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়, যার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

এ ঘটনায় থানায় মামলা হলে পরে আদালতে মিথ্যা তথ্য দিয়ে সে জামিন নিয়ে পালিয়ে ছিল। এরপর চলতি বছরের গত ২৪ জুলাই তাকে জামালগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরের দিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

সারাবাংলা/পিটিএম

জয়পুরহাট মাদক মামলা মৃত্যুদণ্ড যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর