Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার বোঝেনা দেশের মানুষ কষ্টে আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২২ ২২:০৮ | আপডেট: ৯ আগস্ট ২০২২ ২২:০৯

ঢাকা: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘যেভাবে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে তা নজিরবিহীন। একবারে জ্বালানি তেলের এত মূল্যবৃদ্ধির ঘটনা ইতিহাসে নেই। যারা পেট্রোলিয়ামের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে জাতি তাদের ক্ষমা করবে না। কিছু আমলা আর ব্যবসায়ী সরকারকে ঘিরে রেখেছে। তাদের দুর্নীতির কারণেই দেশে দুরবস্থার সৃষ্টি হয়েছে। যারা পাসপোর্টে ভিসা লাগিয়ে রেখেছেন, তারা পালানোর পথ পাবে না। আমরা দুর্নীতিবাজদের আটকে বিচারের মুখোমুখি করব। পাকিস্তান ও বিএনপি এদেশে লুটপাট করেছে, এখন লুটপাট করছে কিছু আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এদেশে আর কাউকে লুটপাট করতে দেব না। সরকার বোঝে না দেশের মানুষ কষ্টে আছে। আমরা আর কারও ক্ষমতার সিঁড়ি হব না। আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর মধ্য বাড্ডার একটি চাইনিজ রেস্টুরেন্টে বাড্ডা থানা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় কাজী ফিরোজ রশীদ এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টি দেশের সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। দেশের মানুষ একবুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতি করছি। আমরা নতুন বাংলাদেশ গড়তে সংগ্রাম করছি।’

বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মানুষ কষ্টে আছে। পরিবার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। জ্বালানি তেলের দাম না কমালে আমরা রাজপথে আন্দোলন করে সরকারকে বাধ্য করব। জাতীয় পার্টি গণমানুষের আস্থার স্থল।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী ও প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

কাজী ফিরোজ রশীদ জাতীয় পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর