Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলফাজের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২২ ২১:২৬

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আটরশিয়া কবরস্থানে আলফাজের মরদেহ দাফন করা হয়। এর আগে, সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতির শ্রেষ্ঠ এই সন্তান।

মৃত্যুকালে আলফাজ উদ্দিন স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তরিকুল ইসলাম তার জানাজায় অংশ নেন।

এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজান ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ।

সারাবাংলা/এনএস

চাঁপাইনবাবগঞ্জ বীরমুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর