Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে আ.লীগের ২ গ্রুপে সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২২ ২০:০১ | আপডেট: ৯ আগস্ট ২০২২ ২০:০৩

শরীয়তপুর: জেলার সদর উপজেলার চিকন্দীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অহিদ খান (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরের দিকে চিকন্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চিকন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য আলমাছ খাঁ ও বাচ্চু সরদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাচ্চু সরদার গ্রুপের সমর্থক অহিদ খান (৪০) গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন বলেন, চিকন্দি ইউনিয়নের বর্তমান মেম্বর আলমাছ খাঁ’র সমর্থক ও বাচ্চু সরদার সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় অহিদ খান নামে একজন নিহত হয়েছেন। তার লাশ ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইদ্রিস খাঁ নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ টপ নিউজ নিহত শরীয়তপুর সংঘর্ষ

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর