Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে ডিবি ও সাংবাদিক পরিচয়ে নারীসহ ২ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২২ ১৮:১৬

কেরানীগঞ্জ: ঢাকার জেলার কেরানীগঞ্জ উপজেলায় ডিবি ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করে র‌্যাব-১০ এর কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গবার (৯ আগস্ট) ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইস্পাহানী আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ভুয়া মানবাধিকার কর্মীর পরিচয়পত্র, ভুয়া অনলাইন মিডিয়ার পরিচয়পত্র ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা হলেন— মো. ফরহাদ হোসেন (৩৫) ও রিনা আক্তার (৩০)।

বিজ্ঞাপন

ভুক্তভোগী চুনকুটিয়া এলাকার শিল্পী বেগম (৪০) জানান, গত ২ আগস্ট রাতের বেলায় পাঁচজন ডিবির পরিচয়ে আমার বাসায় হানা দেয়। এ সময় তারা আমার মেয়ে ও দেবরকে মারধর করে ১১টি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় আমার দেবরকে আটক করে ঝিলমিল আবাসিক এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার কাছে ৫ লাখ টাকা দাবি করে, অন্যথায় মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তখন আমার দেবরের কাছে থাকা ২৯ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন নিয়ে তাকে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে আমরা র‌্যাব-১০ অভিযোগও করেছি।

তিনি আরও জানান, মঙ্গলবার ডিবি পরিচয় দেওয়া রিনা ও সাংবাদিক পরিচয় দেওয়া ফরহাদ দক্ষিণ কেরানীগঞ্জের ইস্পাহানী আবাসিক এলাকায় প্রবেশ করে চাঁদাবাজিকালে জনগণ তাদের আটক করে র‌্যাব-১০ এর কাছে সোপর্দ করে।

আরেক ভুক্তভোগী আঁখি জানান, এই চক্রটি কখনো ডিবি আবার কখনো সাংবাদিক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ছিনতাই করে থাকে। আমরা তাদের কঠিন বিচার দাবি করছি।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি র‌্যাব-১০। পরবর্তীতে তদন্ত করে মিডিয়া সেল থেকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

কেরানীগঞ্জ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর