Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়তে পারে ট্রেনের ভাড়া— ইঙ্গিত রেলমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২২ ১৭:০০ | আপডেট: ৯ আগস্ট ২০২২ ২০:০৩

ঢাকা: মাত্র নয় মাসের মধ্যে জ্বালানি তেলের দাম বেড়েছে দুই বার। এর আগে, গত বছরের ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা করে বাড়ায় সরকার। সর্বশেষ এ বছরের ৫ আগস্ট ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম লিটারে যথাক্রমে ৩৪, ৪৪ ও ৪৬ টাকা বাড়ানো হয়েছে।

এর আগের বার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গণপরিবহন ও লঞ্চের ভাড়া বাড়ানো হলেও ট্রেনের ভাড়া সমন্বয় করা হয়নি। কিন্তু এবার অন্যান্য পরিবহনের মতো ট্রেনের ভাড়াও সমন্বয়ের কথা ভাবছে রেলওয়ে। রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়লেও এখনও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। তবে ভাড়া সমন্বয় করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রেলপথমন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেন চালু হবে।’

এ সময় তিনি ট্রেন দুর্ঘটনা নিয়েও কথা বলেন। নূরুল ইসলাম সুজন বলেন, ‘রেলের দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন হতে হবে। রেলগেট দেওয়া হয় নিরাপত্তার জন্য। কিন্তু যারা সড়ক পথ নির্মাণ করছেন তাদেরও নিরাপদ সড়কের জন্য দায়িত্ব পালন করতে হবে। নিরাপদ রেলের দায়িত্ব আমার। আমাকে ক্রস করতে গিয়ে যদি কেউ দুর্ঘটনার শিকার হয়, সে দায়িত্ব রেলওয়ে নেবে না।’

সারাবাংলা/জেআর/পিটিএম

ট্রেনের ভাড়া নূরুল ইসলাম সুজন রেলপথমন্ত্রী সমন্বয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর