জরুরি বিভাগে অন্তঃসত্ত্বা নারীর মৃতদেহ রেখে পালালো ২ নারী
৯ আগস্ট ২০২২ ১৫:০৪
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক নারীর মৃতদেহ রেখে পালিয়েছে তাকে নিয়ে আসা লোকজন। অজ্ঞাত ওই নারীর আনুমানিক বয়স হবে (২৭) বছর। ওই নারীর মাথায় আঘাত রয়েছে। নিহত নারী অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর দেড়টা পর্যন্ত মরদেহটি জরুরি বিভাগ মর্গের বাইরে ফেলা রাখা ছিল। দুপুড় দেড়টা পর্যন্ত কোনো পরিচয় মেলেনি ওই নারীর। সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে দুই নারী সিএনজি অটোরিকশাযোগে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন, ‘মধ্যরাতে সিএনজি অটোরিকশায় করে ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন দুই নারী। জরুরি বিভাগের ট্রলিম্যানরা তাকে ট্রলিতে করে চিকিৎসকের রুমের সামনে নিয়ে যায়। ওই নারীর সঙ্গে আসা দুই নারী টিকিট কাটার জন্য কাউন্টারে যান। অনেক সময় পার হলেও টিকিট নিয়ে তারা আর রোগীর কাছে ফিরে আসেনি। এতে হাসপাতালের স্টাফদের সন্দেহ হলে ওই নারীদের খোঁজ শুরু করেন। তবে হাসপাতালের কোথাও তাদের হদিস পাওয়া যায়নি।’
মঙ্গলবার দুপুরে পরিচালকের নির্দেশে শাহবাগ থানায় একটি জিডি করা হয়।
মধ্যরাত থেকে মরদেহটি মর্গের বাইরেই ফেলে রাখার বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড মাস্টার বলেন, ‘লাশটি মর্গেই রাখা ছিল। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করবে সেজন্য বাইরে রাখা হয়েছে।’
তবে হাসপাতালের একাধিক সূত্র জানায়, রাত থেকেই মরদেহটি মর্গের বাইরে ট্রলিতে করেই ফেলে রাখা হয়েছে। আর দুপুর দেড়টা পর্যন্ত সেখানে কোনো পুলিশের উপস্থিতিও দেখা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীর মরদেহ জরুরি বিভাগের মর্গে সামনে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্ত ও কিভাবে মারা গেছে বিস্তারিত তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে। ওই নারী অন্তঃসত্ত্বা ছিল, তার মাথায় আঘাত রয়েছে। তার পরনে ছাপার সেলোয়ার কামিজ।
সারাবাংলা/এসএসআর/এমও