Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপকূলে ঝড়ো হাওয়া, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২২ ১৩:৩৩ | আপডেট: ৯ আগস্ট ২০২২ ১৭:১২

পটুয়াখালী: ওড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপ ওড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।

গতকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমূদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

সব মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/এমও

ঝড়ো হাওয়া টপ নিউজ পায়রা বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর