খরচ বাড়লো কবরের
৯ আগস্ট ২০২২ ০৮:২৩ | আপডেট: ৯ আগস্ট ২০২২ ১৩:১৩
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অন্তর্ভূক্ত বনানী কবরস্থানে পুনঃকবর ফি এক ধাক্কায় বেড়েছে ৩০ হাজার টাকা। এখানে পুরনো কবরে নতুন করে কবর দিতে চাইলে ফি দিতে হবে ৫০ হাজার টাকা। অন্যদিকে ডিএনসিসির অন্তর্ভূক্ত অন্যান্য পাঁচটি কবরস্থানে এই ফি বেড়েছে ১০ হাজার টাকা।
এসব কবরস্থান হলো- উত্তরা ০৪ নং সেক্টর কবরস্থান, মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, উত্তরা ১২ নং সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নং সেক্টর কবরস্থানে ফি দিতে হবে ৩০ হাজার টাকা। এর আগে বনানীসহ সকল কবরস্থানেই এই ফি ছিল ২০ হাজার টাকা ছিল।
সোমবার (৮ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২য় পরিষদের ১৪তম করপোরেশন সভায় আলোচ্যসূচি-১০ এর সিদ্ধান্ত অনুসারে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানসমূহে বিদ্যমান কবরের উপর পুনঃকবর ফি নির্ধারণ করা হয়।
ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন এই ফি নির্ধারণ হয়েছে।
উল্লেখ্য, একটি সাধারণ কবরে ১৮ থেকে ২০ মাস পর নতুন কাউকে কবর দেওয়া হয়।
সারাবাংলা/আরএফ/এএম