Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার অজ্ঞানপার্টির খপ্পরে সরকারি কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২২ ২২:৩৬

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে বাসের ভেতর থেকে গোলাম কবির (৫০) নামে সরকারি এক কর্মকর্তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি গাজীপুরে ডাক প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক (প্রশিক্ষক) হিসেবে কর্মরত রয়েছেন। গোলাম কবির বাসের ভেতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করে স্বজন ও সহকর্মীরা। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

গোলাম কবিরের স্ত্রী হালিমা খাতুন জানান, তাদের বাসা খিলগাঁও মেরাদীয়ায়। জেনারেল পোস্ট অফিসে (জিপিও) যাবেন বলে সকাল ৯টার দিকে তিনি বাসা থেকে বের হন। এরপর বিকেলে পর্যন্ত তার সাথে কোনো কথা হয়নি। সন্ধ্যার পর তার স্বামীর নম্বরে ফোন দিলে এক অপরিচিত লোক ফোন রিসিভ করে বলেন, তিনি যাত্রাবাড়ী মোড়ে বাসের ভেতর অচেতন অবস্থায় আছেন। পরে তারা সেখানে গিয়ে বিজয় পরিবহনের একটি বাস থেকে তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

হালিমা খাতুন জানান, তার স্বামীর কাছে কত টাকা ছিল তা তার জানা নেই। তবে তার মুঠোফোনটি পাওয়া গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, স্টোমাক ওয়াশ করানোর পর তাকে ভর্তি রাখা হয়েছে। তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী খোয়া গেছে তা জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

অজ্ঞানপার্টির খপ্পর সরকারি কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর