Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে হোটেলে টর্চার সেল, বন্দি ৪ পর্যটক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২২ ১৮:২০

কক্সবাজার: হোটেল-মোটেল জোনে টর্চার সেলের সন্ধান পেয়েছে ট্যুরিস্ট পুলিশ। এসময় ওই সেল থেকে উদ্ধার করা হয়েছে বন্দি করে রাখা ৪ পর্যটককে।

এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১১ দালালকে। রোববার রাত থেকে সোমবার (৮ আগস্ট) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব দালালকে গ্রেফতার ও পর্যটকদের উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইনবোর্ডহীন শিউলি কটেজ থেকে তালাবদ্ধ অবস্থায় জিম্মিদশা থেকে ৪ পর্যটককে উদ্ধার করা হয়। এসময় ওই কক্ষ থেকে নির্যাতনের নানা উপকরণ জব্দ করা হয়।

পরে বন্দি পর্যটকদের তথ্য অনুযায়ী, কয়েকটি কটেজে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের দালাল সদস্য ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্বে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

কক্সবাজার টপ নিউজ টর্চার সেল পর্যটক উদ্ধার