Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পরীক্ষা স্থগিত


২৩ এপ্রিল ২০১৮ ১৬:৪৬

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা ১ম ও ২য় সিমেস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (২৪ এপ্রিল) থেকে ২০১৭ সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা ১ম ও ২য় সিমেস্টার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচি পরে জানানো হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর