Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দালাল প্লাসের গ্রাহকদের টাকা ফেরত দিতে হাইকোর্টের রুল

স্টাফ করেসপনডেন্ট
৮ আগস্ট ২০২২ ১৭:৪৪ | আপডেট: ৮ আগস্ট ২০২২ ১৭:৪৬

প্রতীকী ছবি

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ‘দালাল প্লাসের’ ৪১ গ্রাহকের ১ কোটি ৩৯ লাখ টাকা ফেরত প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে ই-কমার্স প্রতিষ্ঠান ‘দালাল প্লাসের’ ৪১ গ্রাহকের ১ কোটি ৩৯ লাখ টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না— তা জানতে চাওয়া হয়েছে।

চার সপ্তাহের মধ্যে বাণিজ্য সচিব, অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, দালাল প্লাসসহ সব বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটকারিদের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

পরে আইনজীবী হুমায়ন কবির পল্লব জানান, ‘দালাল প্লাস’ বিভিন্ন চটকদার অফার দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেছে। পণ্য ডেলিভারি না দিয়ে টাকা আত্মসাৎ করেছে। এ প্রতিষ্ঠান থেকে প্রতারিত হয়ে ৪১ গ্রাহকের এক কোটি ৩৯ লাখ টাকা ফেরত চেয়ে আমরা রিট দায়ের করি। আদালত ওই রিটের শুনানি নিয়ে ৪১ গ্রাহকের টাকা কেন ফেরত দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসের কাছে পাওনা ৪১ জন গ্রাহক গত ২৮ জুন হাইকোর্টে রিট দায়ের করেন।

আইনজীবী বলেন, ‘বিদ্যমান আইন অনুযায়ী কোনো ই-কমার্স প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে পরিশোধিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। গ্রাহকেরা অনেক চেষ্টা করেও টাকা ফেরত না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।’

বিজ্ঞাপন

এর আগে, দালাল প্লাস গ্রাহকদের টাকা ফেরত চেয়ে বিবাদীদের আইনি নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

টপ নিউজ দালাল প্লাসের হাইকোর্টের রুল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর